উত্তরদিনাজপুর

পাইপ লাইন ফুটো করে অপরিশোধিত তেল চুরি, উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লাডুখোয়া এলাকায়

বৃহস্পতিবার ওয়েল ইন্ডিয়ার আসাম-বারাউনি পাইপ লাইন ফুটো করে অপরিশোধিত তেল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লাডুখোয়া এলাকায়।খবর পেয়ে ওয়েল ইন্ডিয়ার ধূমডাঙ্গী ডিভিশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইপ লাইন সারাইয়ের কাজ শুরু করেছে। পাইপ ফুটো করে তেল চুরির ঘটনায় ওয়েল ইণ্ডিয়ার কর্তৃপক্ষ পাঞ্জিপাড়া পুলিশ ফাড়িতে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।জানা যায়, বুধবার রাত থেকে তেলের গন্ধ পেয়ে খোঁজ করতেই পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ পাইপ লাইন ফুটোর ঘটনা জানতে পেরে ওয়েল ইন্ডিয়ার ধূমডাঙ্গী ডিভিশনে খবর দেয়। খবর পেয়ে ওয়েল ইণ্ডিয়ার ধুমডাঙ্গী ডিভিশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বৃহস্পতিবার বিকাল থেকে পাইপ লাইনের ফুটো সারানোর কাজ শুরু করে। যদিও দুস্কৃতিরা পাইপ লাইন ফুটো করে অপরিশোধিত তেল চুরি করেছে এই বিষয়ে নিশ্চিত কর্মীরা। তবে কতটা তেল চুরি হয়েছে সে বিষয়ে কর্মীরা স্পষ্ট নয়।  

            এদিন আর কে প্রাসাদ ধূমডাঙ্গী ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার(মেইন টেনান্স) জানান, তেল চুরির পরিকল্পনা ছিল বলেই লাডুখোয়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে লাইন হোটেলের পেছনে পাট ফসলের জমির মধ্যে পাইপ লাইন ফুটো করা হয়েছিল। উল্লেখ্য, গত কয়েক বছর আগে ইসলামপুর থানার অলিগঞ্জে ঠিক একই প্রক্রিয়ায় পাইপ লাইন ফুটো করে তেল চুরি করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এছাড়াও চাকুলিয়া থানার কানকি এলাকায়ও একইভাবে কয়েক বছর আগে তেল চুরির ঘটনা ঘটেছিল। এই ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।